Breaking News

Translate

Tuesday, July 4, 2023

নন্দকুমারে চুনাখালি গ্রামে নির্দল প্রার্থীর সমর্থককে মারধোর।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: নন্দকুমারে চুনাখালি গ্রামে নির্দল প্রার্থীর সমর্থককে মারধোর। নির্দল প্রার্থী কে হুমকি।অভিযোগের তীর তৃনমূলের দিকে। অভিযোগ অস্বীকার  তৃনমূলের।   


                        

পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার বিধানসভার নন্দকুমার থানার সাওরাবোরিয়া জালপাই ২ নাম্বার গ্রাম পঞ্চায়েতের চুনাখালি উওর ২৩৯ নাম্বার বুথে নির্দল প্রার্থীর সমর্থক কে ব্যাপক মারধোর । নির্দল প্রার্থী বরুণ দাস কে হুমকি। রবিবার গভীর রাত্রিতে নির্দল প্রার্থীর সর্মর্থক নিতাই হাজরা কে সহ একাধিক নির্দল সমর্থক কে গালি ও হুমকি দিতে থাকে তৃনমূল কর্মী কিংকর হাজরা। নির্দল সমর্থক নিতাই হাজরা প্রতিবাদ করতে গেলে তাকে বেপক মারধোর করে লাঠি সোটা নিয়ে। তৃনমূল কর্মী কিংকর হাজরার মারে  আহতা হয় নিতাই হাজরা । নিতাই হাজরার হাতে ও পায়ে চোট লাগে। আহ্ত নিতাই হাজরা কে নন্দকুমার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় তৃনমূল নেতা মদন সিং কে ঘটনার কথা জিজ্ঞাসা করলে তৃনমূল নেতা মদন সিং সংবাদ মাধ্যমের সামনে মুখ  খুলতে চায়নি। ওই গ্রামের তৃনমূল প্রার্থী অনুপ কুমার ঘরোই কে ফোন করা হলে তিনি দেখা করেননি ও কোনো বক্তব্যে দিতে চাননি। এই ঘটনায় নন্দকুমার থানায় অভিযোগ জানানো হয়েছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919