নিউজ ফোর সাইড ডেস্ক :: অল্প বৃষ্টিতেই পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল চত্বরে জল জমে যাওয়ায় রোগী ও রোগীর আত্মীয়রা সমস্যায়।
অল্প বৃষ্টিতেই পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ চত্বরে জল থৈ থৈ। রোগী ও রোগীর পরিবার জলের মধ্য দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করতে হচ্ছে। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ তৈরির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। জল নিকাশি ব্যবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক না হওয়ার ফলে অল্প বৃষ্টিতেই হাসপাতাল চত্বর জলে ভরে যায়। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি বর্ষার আগে এসেই নির্দেশ দিয়েছিলেন জল নিকাশের ব্যবস্থা দ্রুত তৈরি করে ফেলার কিন্তু জল নিকাশের ব্যবস্থা স্বাভাবিক না হওয়ার ফলে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ চত্বরে অল্প বৃষ্টিতে ব্যাপক পরিমাণে জল জমে যায়। রোগীর পরিবারের যারা হাসপাতাল চত্বরে আসছে রোগীদের সঙ্গে দেখা করতে তাদের এই জল পেরিয়ে যেতে হচ্ছে হাসপাতালের ভেতরে। পাশাপাশি হাসপাতাল চত্বরে যেসব ড্রেনেজ রয়েছে তাতে যে পরিমাণে নোংরা জমে রয়েছে তা জলের সঙ্গে মিশে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে হাসপাতাল চত্বরে।
No comments:
Post a Comment