নিউজ ফোর সাইড ডেস্ক :: কলেজের দর্শন বিভাগ এবং IQAC র যৌথ উদ্যোগে সাত দিনের " ব্যবহারে নীতিবিদ্যা" বিষয়ে আন্তর্জাতিক সার্টিফিকেট কোর্স শুরু হলো।
এই কোর্স চলবে১৪-২২ শে জুন পর্যন্ত। কোর্সের সূচনা এবং বীজ বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে। বক্তা হিসেবে ছিলেন ড. তপন কুমার দে এবং ড. পাপিয়া গুপ্তা, দর্শন বিভাগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন ড. মনিরুল ইসলাম, ড. তুষার কান্তি মণ্ডল, ড. অনিরুদ্ধ সিনহা, অধ্যাপক সুমন মণ্ডল। সাত দিনের এই কোর্সে এ ছাত্রছাত্রীদের নৈতিক চেতনা জাগ্রত করে বাস্তব মুখী জীবন করে তোলাই মূল উদ্দেশ্য এই কথা বলেন দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে।
উপস্থিত ছিলেন বিভাগীয় অধ্যাপক সৌমেন রায়, ড. কৃষ্ণ বসু ঠাকুর, সঞ্জয় সিং, পাহেলি মাইতি, দেবাশিস গিরি। ১৫৬ জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল আজকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক সৌমেন রায়।
No comments:
Post a Comment