Breaking News

Translate

Sunday, October 9, 2022

মিড - ডে মিলের বরাদ্দ বাড়ালো কেন্দ্র,বরাদ্দে সন্তুষ্ট নয় রাজ্য।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: দীর্ঘ দু'বছর পর মিড-ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। প্রাথমিকের ক্ষেত্রে মিড-ডে মিলের বরাদ্দ বেড়ে হয়েছে ৫ টাকা ৪৫ পয়সা। উচ্চপ্রাথমিকের জন্য ৮ টাকা ১৭ পয়সা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, পিএম পোষণ প্রকল্প তথা মিড-ডে মিলের অধীনে সামগ্রীর খরচ বাবদ বরাদ্দ ৯.৬ শতাংশ বাড়ানো হয়েছে।

১ অক্টোবর থেকেই লাগু হয়েছে এই বর্ধিত বরাদ্দ। এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে বাড়ানো হয়েছিল মিড-ডে মিলের বরাদ্দ।

 প্রাথমিক স্তর অর্থাত্‍ প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়া পিছু মিড-ডে মিল রান্নার জন্য বরাদ্দ ছিল ৪ টাকা ৯৭ পয়সা। 

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তথা উচ্চপ্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মাথাপিছু ৭ টাকা ৪৫ পয়সা বরাদ্দ ছিল। 

দুই বছর পর সেই বরাদ্দ বেড়ে যথাক্রমে হল ৫ টাকা ৪৫ পয়সা ও ৮ টাকা ১৭ পয়সা। 

অর্থাত্‍, প্রাথমিক স্তরে ৪৮ পয়সা ও উচ্চপ্রাথমিক স্তরে ৭২ পয়সা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

বরাদ্দ বাড়িয়ে ২০ টাকা করার দাবি জানাচ্ছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডার কথায় ''মিড-ডে মিলে পড়ুয়াদের পুষ্টিকর খাদ্য দিতে ন্যূনতম বরাদ্দ মাথাপিছু ২০ টাকা করার পাশাপাশি পৃথকভাবে গ্যাস বা জ্বালানির জন্য অর্থ বরাদ্দের দাবি জানাচ্ছি।গত ১ অক্টোবর থেকেই লাগু হয়েছে এই বর্ধিত বরাদ্দ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919