নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নারকেল উন্নয়ন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে।
নারকেল গাছের শুধু ডাব বা নারকেলএর জন্য নয়, গাছের প্রতিটি অংশ এখনও দৈনন্দিন জীবনে যথেষ্ট উপযোগী। তাই পূর্ব মেদিনীপুর জেলাতে আরও বেশি নারকেল চাষের ব্যাপারে উদ্যোগী হচ্ছে নারকেল উন্নয়ন পরিষদ ।
পাশাপাশি সংগঠিত ভাবে নারকেল চাষের ব্যাপারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। চাষের ব্যবসায়িক দিকও বিভিন্ন ফার্মারস ক্লাবগুলিকে বোঝানো হচ্ছে।
নারকেল উন্নয়ন পর্ষদের উদ্যোগে তেমনই একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হয়। যেখানে প্রায় ২০০ জন চাষিকে নিয়ে নারকেল চাষের ব্যাপারে বিস্তারিত জানানো হয়।
পূর্ব মেদিনীপুর জেলা নারকেল উৎপাদনের উপযোগী আবহাওয়া রয়েছে। তবে এখানে নারকেল উৎপাদন হলেও সেটা খাপছাড়া ভাবে হয়। এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নারকেল উন্নয়ন পরিষদের ডেপুটি ডিরেক্টর অমিয় দেবনাথ, প্রখ্যাত বৈজ্ঞানিক নিতাই মুদি, এছাড়াও উপস্থিত ছিলেন সায়ন সাউ, দীপক শাড়ঙ্গি, জ্যোতিশঙ্কর বসাক, তিথি দত্ত, তন্ময় বাউরি প্রমূখ।
No comments:
Post a Comment