Breaking News

Translate

Tuesday, June 21, 2022

কাঁথি সিএসএসএ মাঠ পরিদর্শন করলেন ক্রীড়া সংস্থা।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে স্পোর্টস অর্থারেটি অফ ইন্ডিয়া ( সাই)  নির্দেশে কাঁথি যুব কল্যান দপ্তর থেকে এক প্রতিনিধি দল কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার নিজস্ব খেলার মাঠ অর্থাৎ সিএসএসএ মাঠ পরিদর্শন করলেন। 


যুব কল্যান দপ্তরের ব্লক দপ্তরের আধিকারিক মানস জানা  জানান কেন্দ্র ক্রীড়া দপ্তরের নির্দেশে এই পরিদর্শন। বর্তমান গ্রামিন খেলার মাঠ গুলি কি অবস্থায় আছে অর্থাৎ জমির পরিমান, গ্যালারি আছে কিনা, বাউন্ডারি ওয়াল খেলাধুলার পরি কাঠামো, কোন খেলার কোচিং সেন্টার, নিজস্ব কোচ আছে কিনা তার একটা রিপোর্ট রাজ্য যুব কল্যান দপ্তর কে জানতে চেয়েছেন। সেই জন্যে পরি দর্শন করে একটা রিপোর্ট পাঠানোর জন্যে এই পরিদর্শন। এবং এই রিপোর্ট পাঠানোর পর সাইর নিজ্বস প্রতিনিধি মাঠ পরিদর্শন এ আসবে কি ভাবে আগামি দিনে মঠের উন্নয়ন করা যায়। যুব কল্যান দপ্তরের প্রতিনিধি অভিক মিশ্র মাঠ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন। মাঠের সমস্ত কিছু ঘুরিয়ে এবং কাগজপত্র দিয়ে সহযোগিতা করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী,  সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919