Breaking News

Translate

Monday, December 13, 2021

পটাশপুরে স্কুলে খুলে পড়ছে চাঙর, প্রতিবাদে নেমেছে ছাত্র ছাত্রী ও অভিভাবক।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: পটাশপুর, পূর্ব মেদিনীপুর করোনার কারনে প্রায় দু'বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর খুলছে স্কুল কলেজ। কিন্তু স্কুলের তালা খুলতে ই দেখা দিল স্কুলের চাঙ্গর খোসে পড়েছে, দেওয়ালে ধরছে পাঠল। এ ছবি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু'নম্বর ব্লকের চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনে। ঐ পরিস্থিতিতে অপেক্ষাকৃত ভালো ক্লাসরুম গুলোতে পড়ুয়াদের ক্লাস করানোর ব্যবস্থা করে স্কুল কৃতপক্ষ। বর্তমানে নবম ,দশম ,একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়া দের নিয়ে পঠনপাঠন শুরু হয়েছে কিন্তু পঞ্চম শ্রেণী থেকে ক্লাস শুরু হলে এত পড়ুয়া দের কোথায় ক্লাস করানো হবে। 


ঐ পরিস্থিতে স্কুল নতুন বিল্ডিং এর দাবিতে শুক্রবার ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিলে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে। 

খবরে পেয়ে সোমবার স্কুল পরিদর্শনে আসেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ও পটাশপুর দু'নম্বর ব্লকের বিডিও শুঙ্কু বিশ্বাস। 


এদিন স্কুল কৃতপক্ষের সঙ্গে এবিষয়ে একটি বৈঠক করেন এবং ভেঙ্গে পড়া ক্লাসরুম গুলোকে পরিদর্শন করে দ্রুত সমষ্যা সমাধানের আশ্বাস দেন তারা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919