Breaking News

Translate

Tuesday, May 25, 2021

BRAKING !"যশ" এর তান্ডব শুরু উপকূলবর্তী এলাকায়।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: বেলা যতই বাড়ছে তত শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড়ের তীব্রতা।এই ঘূর্ণিঝড় "ইয়াস" নামে ওড়িশা উপকূল ও দীঘা উপকূলে প্রবল ভাবে আছড়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


আজ সকাল থেকে দফায় দফায় হাল্কা ভারী বৃষটিপাত চলছে উপকূলবর্তী এলাকায় সহ অন্যান্য এলাকায়। সমুদ্রে জলস্তর ধীরেধীরে বাড়ছে।এমনকি উঁচু বাঁধ টপকে সমুদ্রের জল গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে।সমুদ্র নিকটবর্তী মানুষ ও গবাদি পশু দের কাছ কাছি পাকাবাড়ি,স্কুল,আয়লা ঘরে আশ্রয় এর ব্যবস্থা করা হয়েছে।


ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার মন্দার মনি সমুদ্র উপকূলে দেখাগেছে সমুদ্রের জল হুহু করে গ্রামের মধ্যে ঢুকছে।সেই সঙ্গে দীঘা,তাজপুর,শংকরপুর এলাকাতেও একই পরিস্থিতি দেখাগেছে।যত সময় এগোচ্ছে তত বৃষ্টি ও বাতাসের গতি বাড়ছে। আর সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক।

আজ সকালে রাজ্যের মৎস মন্ত্রী অখিল গিরি উপকূলবর্তী এলাকায় পরিদর্শনে যান।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলা করার  জন্যে সবদিক থেকেই ব্যবস্থা নেওয়া রয়েছে। 

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919