Breaking News

Translate

Monday, December 28, 2020

whatsapp গ্রুপে মিলল মুমুর্ষু রোগীর রক্ত।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: whatsapp গ্রুপে মিলল মুমুর্ষু রোগীর রক্ত।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভায়।আজ সকালে পাটাসপুর থানার অন্তর্গত পূর্ব সন্দলপুর গ্রামের এক ১০ বছর বয়েসী শিশু কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়।ওই শিশুটি মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত।ছেলেটির নাম সোহম বেরা। মাঝে মাঝে ওই শিশুটিকে রক্ত দেওয়ার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার পরিবার।


আজ সকালে ভর্তির পর ডাক্তার জানায় তার শরীরে রক্তের প্রয়োজন আছে। কিন্তু ওই সময় ব্লাড ব্যাংকে o + রক্ত ছিলনা। নিরুপায় হয়ে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খবর নিতে থাকে।এমন সময় কোনো এক ব্যক্তি একটি ব্লাড ডোনেট গ্রুপের নাম্বার দেয়।ওই গ্রুপটিতে বিভিন্ন জায়গার ডোনার যুক্ত রয়েছেন।শেষমেষ সেখান থেকেই মিলল o + রক্ত।ওই গ্রুপটির উদ্যোক্তা হলেন বি এম ফাইন আর্ট এন্ড কালচারের কর্নধার বিষ্ণু মাইতি।তিনি লায়ন্স ক্লাবের অশোক বর্মণের সাথে ততক্ষনাত যোগাযোগ করে ডোনার কে কাঁথি মহকুমা হাসপাতালে আনার ব্যবস্থা করেন। 


অসুস্থ ছেলেটির পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানায় ডোনার পুলক ডিঙ্গাল ( রসলপুর ) এবং বিষ্ণু মাইতি সহ লায়ন্স ক্লাবকে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919