Breaking News

Translate

Thursday, December 31, 2020

বাশঁগোড়া সূর্যতোরণ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ড প্রিমিয়ার লীগ ২০২০-২১

 নিউজ ফোর সাইড ডেস্ক :: বাশঁগোড়া সূর্যতোরণ টেনিস ক্রিকেট টুর্ণামেন্ড প্রিমিয়ার লীগ ২০২০-২১

 চলতি বছরে অষ্টম বর্ষে  পদার্পন করল বাশঁগোড়া প্রিমিয়াম লীগ । আজ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার অন্তর্গত বাশঁগোড়া সূর্যতোরণ একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।

(ছবি - মানিক পাত্র)

এইদিন টেনিস ক্রিকেট  রাজ্য ও রাজ্যের  বাইরে থেকে মোট ১৬ টি  দল  অংশগ্রহণ করে ।  বাসঁগোড়া সূর্যতোরণ ক্রিকেট স্টেডিয়াম  ময়দানে এদিনের খেলা অনুষ্ঠিত হয়।   


 এই অনুষ্ঠানের উদ্বোধন করেন খেজুরির বিধায়ক মাননীয় রণজিৎ মন্ডল এবং খেজুরি -১নং ব্লক সভাপতি -শ্রী মতি শ্রাবনী মাইতি। কামারদা গ্রাম পঞ্চায়েত প্রধান - রাজশ্রী গিরি ও নির্মল কুমার পাত্র এবং  বাসঁগোড়া প্রিমিয়াম লীগ সদস্যবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।সারাদিনের এই খেলা দেখতে ভিড় জমায় খেলা প্রেমীরা। দীর্ঘ লক ডাউনের পর ধীরে ধীরে সচল হতে শুরু হচ্ছে সাধারণ জনজীবন।আর তারই মধ্যে এমন এক জমজমাট খেলা হাওয়ার জন্যে আনন্দে মেতে ওঠে এলাকা বাসীরা।সেইসঙ্গে বর্ষ শেষে এবং নতুন বছর শুরুর প্রাক্কালে মেদিনীপুরের মাঠে খেলতে এসে খুশি প্রত্যেক খেলোয়াড়েরা।


No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919