নিউজ ফোর সাইড ডেস্ক ::এবার রাজ্যে টানা তিন দিন ধরে চলবে ঝড় বৃষ্টি।তবে এটি কেবল ঝড় বৃষ্টি নয় পুরোপুরি কালবৈশাখী।
গত কয়েক দিন কলকাতা সহ পাশাপাশি জেলা গুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়া ছিল।একদিকে লক ডাউন অন্যদিকে ভ্যাপসা গরম একপ্রকার অস্বস্থিতে দিন কাটছিল সাধারণ মানুষের।কিন্তু এবার একটু সাস্থির নিশ্বাস মিলবে।
আজ ভোর বেলা থেকেই শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি।চলতে পারে আগামী বৃহস্পতবার পর্যন্ত।বৃষ্টির সাথে থাকবে ৭০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।এবার গৃহ বন্দী মানুষদের কাছে বড়ো খুশির খবর পরিবেশের তাপমাত্রার হ্রাস।
গত কয়েক দিন কলকাতা সহ পাশাপাশি জেলা গুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়া ছিল।একদিকে লক ডাউন অন্যদিকে ভ্যাপসা গরম একপ্রকার অস্বস্থিতে দিন কাটছিল সাধারণ মানুষের।কিন্তু এবার একটু সাস্থির নিশ্বাস মিলবে।
আজ ভোর বেলা থেকেই শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ ঝড়ো হাওয়া সহ বৃষ্টি।চলতে পারে আগামী বৃহস্পতবার পর্যন্ত।বৃষ্টির সাথে থাকবে ৭০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।এবার গৃহ বন্দী মানুষদের কাছে বড়ো খুশির খবর পরিবেশের তাপমাত্রার হ্রাস।
No comments:
Post a Comment