Breaking News

Translate

Saturday, February 8, 2020

বিদ্যাসাগর দুইশত জন্মবার্ষিকীতে যুব ফেডারেশন এর উদ্যোগে মুকুন্দপুর মঞ্জুশ্রী হলে রক্ত দান শিবির।

  নিউজ ফোর সাইড ডেস্ক ::  বিদ্যাসাগরের দ্বিশতজন্মবার্ষিকী পালনের বিভিন্ন  কর্মসূচী পালন করে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন।ঠিক তেমনি অাজ দেশপ্রাণ ব্লকের   অযোধ্যাপুর মঞ্জুশ্রী হলে রক্ত দান শিবিরের আয়োজন করে। কাঁথি ব্লাডব্যাঙ্কর পরিচালনায়  শতাধিক যুবক-যুবতীরা রক্তদানের মাধ্যমে মহতী ভূমিকা পালন করেন। এই শিবির শুরুর আগে অযোধ্যাপুর বাজারে ভারতের গনতান্ত্রিক যুব  ফেডারেশনের পতাকা  উত্তোলন করেন সংগঠনের জেলা সভাপতি নাজির হোসেন। গত কয়েকদিন অাগে অযোধ্যাপুর গ্রামের যুবনেতা অানন্দ দাসের অাকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা।অযোধ্যাপুর বাজার থেকে প্রায় পাঁচশ জন যুব কর্মীদের মিছিল দীর্ঘ রাস্তা পরিক্রমাশেষে মঞ্জুশ্রী হলে সকলে মিলিত হন।মিছিলে নেতৃৃত্ব দেন জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক, বিধায়ক ইব্রাহিম অালি,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,চিত্তরঞ্জন দাস,তাপস মিশ্র,সুতনু মাইতি, মনিরুল ইসলাম,অাশীষ গুচ্ছাইত ,সঞ্জিত দাস,অমল ভুঞ্যা, সৌমেন পাল, সলিলবরণ মান্না,অাশীষ গিরি,তরুন মাইতি,সেক নুরুল অালি,পৃথ্বীরাজ শীট,অতশী দিন্ডা, ইউনুস অালি প্রমুখ। রক্তদান শিবিরের  উদ্বোধন করেন বিধায়ক ইব্রাহিম অালি।

বিদ্যাসাগরের স্মরণে রক্তদান ক্যালেন্ডার -এর উদ্বোধন করেন প্রাক্তন সভাধিপতি নিরঞ্জন সিহি।রক্তদান শিবির উপলক্ষে অায়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন সভাধিপতি নিরঞ্জন সিহি,প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন,বিধায়ক ইব্রাহিম অালি,ডিওয়াইএফ অাই জেলা সম্পাদক পরিতোষ পট্টনায়েক, নাজির হোসেন,হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জী, অতুল্যসুন্দর উকিল,অাশীষ গুচ্ছাইত, তাপস মিশ্র, মনিরুল ইসলাম,চন্দন পয়ড়্যা  প্রমু্খ। গণঅান্দোলনের নেতা নিরঞ্জন সিহি তাঁর বক্তব্যে দেশের অর্থনেতিক, গনতান্ত্রিক, মেরুকরনের রাজনীতির কালোছায়া,  ধর্মনিরপেক্ষতা র  সঙ্কটে যুবসমাজকে এগিয়ে অাসতে হবে।
মামুদ হোসেন বলেন অাজকে যখন একদল মানুষ রক্ত ঝরাতে উদ্যত তখন যুব সংগঠনের রক্তদান সম্প্রীতির বাতাবরনকে মজবুত করবে।এনপিঅার,এনঅারসি,সিএএ বাতিলের দাবীকে মজবুত করবে  বলে জানান বিধায়ক ইব্রাহিম অালি।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919