নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ কাঁথি তে পূর্ব মেদিনীপুর জেলা মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় মূলত একাধিক যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি বৃজ ভূষণ সিং এর পদত্যগএর দাবিতে যন্তর মন্তরে অবস্থান রত মহিলা কুস্তিগীর দের ওপর দিল্লীর পুলিশের অমানবিক নির্যাতনের প্রতিবাদে এই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন।
উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী লিরিকা মুক্তার , জেলা মহিলা কংগ্রেসের সম্পাদিকা বাসন্তী কর, কাঁথি ২ব্লক মহিলা কংগ্রেসের সভাপতি রবিনা খাতুন,অপর্ণা দাস,সেলিমা খাতুন,মলয়া বেরা,কল্যানী প্রধান ,সঙ্গীতা প্রধান জানা এছাড়া উপস্থিত ছিলেন খেজুরী ২ব্লক কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ পানিগ্ৰাহী, রামনগর ২ব্লক কংগ্রেসের সভাপতি প্রনব পঞ্চধ্যায়ী, জেলা কংগ্রেসের সম্পাদক সেক এনামুল, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সভাপতি সেক আবদুল মজিদ ,শহর কংগ্রেসের সভাপতি প্রদীপ পানিগ্ৰাহী, রাজ্য যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়া আক্তার আলি খান প্রমুখ।
No comments:
Post a Comment