Translate

Sunday, April 9, 2023

লায়ন্স ক্লাব অব কন্টাই আগামী'র উদ্যোগে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: লায়ন্স ক্লাব অব কন্টাই আগামী'র উদ্যোগে শিশু স্বাস্থ্য পরীক্ষা শিবির।


  লায়ন্স ক্লাব অব কন্টাই আগামী'র পরিচালনায় শনিবার বিকেলে বিনামূল্যে শিশুদের স্বাস্হ্য পরীক্ষা শিবির সুসম্পন্ন হলো কাঁথি হরিসভা হাইস্কুলে। শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিক্যাল কলেজের শিশু চিকিৎসক ডাঃ শঙ্কর নারায়ন মিশ্র ও বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডাঃ লোকেশ মাইতি। এদিন প্রায় শতাধিক শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরটি পরিচালনা করতে সহায়তা করেন লায়ন্স ক্লাব আগামী'র সভাপতি প্রীতম বেরা, দেবব্রত পন্ডা, সুপ্তি মাইতি, শ্যামলী বর্মন, অজয় গিরি, কল্যান মাইতি, স্বরূপ মাইতি সহ অন্যান্য সদস্যরা। নিঃস্বার্থ সেবা দেওয়ার জন্য ক্লাবকে ধন্যবাদ জানান উপস্থিত অভিভাবক থেকে শহরবাসী।


No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919