Breaking News

Translate

Friday, March 3, 2023

শুরু হলো দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ২০২৩ বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠন।

 নিউজ ফোর সাইড ডেস্ক ::শুরু হলো দেশপ্রাণ মহাবিদ্যালয়ে ২০২৩ বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সূচনা করেন কলেজ পরিচালন কমিটির সভাপতি মাননীয় জ্যোতির্ময় কর মহাশয়। কলেজ পরিচালন কমিটির সদস্য আইনজীবী আবু সোহেল মহাশয় ওসৌম্য মাইতি, এছাড়া উপস্থিত ছিলেন স্পোর্টসের কমিটির অধ্যাপক অধ্যাপিকা।


তপন পাত্র, সৌগত প্রধান, অর্চনা পন্ডা,বীরেশ্বর দাস , রাজিব মহাপাত্র , রুমালী সাহু,এবং অধ্যাপক মহম্মদ ওমর,সঞ্জয় বেরা, স্নেহাশিস দোলাই, শুভেন্দু গিরি, গৌরী শংকর দাস এছাড়া ছাত্র সংসদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুরজিৎ মাইতি, শেখ মুন্না, শৈলজা জানা, শুভ্রাংশ নন্দী, তৃষ্ণা দাস, অন্নপূর্ণা মান্না, রেখা ভূঁইয়া, সুমি মন্ডল, শতাব্দি মাইতি, মৌসুমী গির প্রমূখ। আজকের ইভেন্ট ছিল ১০০ মিটার ২০০ মিটার দৌড়, লং জাম্প শটপাট ডিসকাস,মিউজিক বল অন্যান্য ইভেন্ট ছিল। দুই শতাধিক ছাত্র-ছাত্রী এই খেলায় অংশগ্রহণ করে। খেলা ২ এবং ৩ মার্চ হবে।No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919