Breaking News

Translate

Wednesday, March 8, 2023

মন্দারমনি কোস্টাল থানায় পালিত হলো বিশ্ব নারী দিবস।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: বিশ্ব নারী দিবসে, নারী শক্তি জাগ্রত ,বাল্য বিবাহ নিয়ে সচেতনতার বার্তা ,বিচ ক্রীড়ার মাধ্যমে।


নারী শক্তির  কণ্ঠ উন্মুক্ত হোক। বন্ধ হোক নারী নির্যাতন ,শোষণ নিপীড়ন।এই লক্ষ্যে প্রতিবছর

৮ ই মার্চ বিশ্ব নারী দিবস  পালন হয় ঘটা করে। এই দিনের বিশেষ মান ও জন সংযোগের লক্ষ্যে নিয়ে মন্দারমনি থানার পুলিশের উদ্যোগে বিচ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সমুদ্রের টতেই শ্লো সাইকেল রেশ আয়োজন করা হয়। ৪০ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।

  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এস পি রথীন বিশ্বাস, সি আই পবিত্র গাঙ্গুলি, মন্দারমনি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুষ্কা মাইতি সহ বিশিষ্টজনের।   অংশগ্রহণ কারি সকলকে  পুরস্কার তুলে দেওয়া হয়।


মন্দারমনি থানার ওসি  অনুষ্কা মাইতি বলেন, জেলা পুলিশ সুপার সাহেবের  নির্দেশে বিশ্বনারী দিবস উপলক্ষ্যে, পুলিশ ও পাবলিক জনসংযোগমুলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলো এদিন।  দৈনন্দিন সংসারের যাঁতাকলে আবদ্ধ না থেকে সংসারের আসল চালিকাশক্তিদের একটু  মুক্তির স্বাদ দিতে  এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই সঙ্গে বাল্য বিবাহ সহ অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে মেয়েদের প্রতিবাদী 

কণ্ঠ যাতে আরও যাতে দৃঢ় হয়ে ওঠে সে বিষয়ে সচেতন করা হয়। এই উপলক্ষে আগামী দিনে নানান কর্মসূচি নেওয়া হবে।'

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919