নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ গণেশ চতুর্থী সাড়ম্বরে পালিত হচ্ছে গোটা দেশে।যদিও করোনা আবহে অনেকটাই বাধা রয়েছে মন্ডপে মন্ডপে।পশ্চিমবঙ্গে এই পুজোর তেমন প্রচলন না থাকলেও মহারাষ্ট্রে এর ব্যাপক প্রচলন রয়েছে।সরকারি ভাবে সেখানেও এবারের পুজোতে রয়েছে বিধি নিষেধ।
বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই পুজোর প্রচলন শুরু হয়েছে।আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার অন্তর্গত ১৪ ন: ওয়ার্ডে জলালখানবারে গণেশ পুজোয় এগিয়ে এলো "ক্রিয়েটিভ আই"। ২০২১ সালেই এই সংস্থার উদ্বোধন।
এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।প্রদীপ প্রজ্জ্বলন করেন কাঁথি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পরমানন্দ মহারাজ, পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান হারিসাধন দাস অধিকারী, সুপ্রকাস গিরি,ইমরান আলী প্রমুখ সহ ক্লাবের সভাপতি বিশ্বজিৎ ভৌমিক,সন্দীপ মাইতি,অতনু মাইতি,সুমন দাস সহ অন্যান্য সদস্যগণ।
No comments:
Post a Comment