নিউজ ফোর সাইড ডেস্ক ::করোনা আক্রান্তে মৃত্যু এগরা শহরের বিধায়ক সমরেশ দাস
জানা যায় গত মাসে ১৮ই জুলাই শরীর অসুস্থ ছিল সমরেশ বাবুর
শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় নিশ্চিত জ্বরের লক্ষণ।এতে সমরেশ বাবু সন্দেহ মেটাতে লালারস পরীক্ষা করতে পাঠালে শনিবার সন্ধ্যায় তার লালারসে পরীক্ষার রিপোর্টে পজেটিভ মেলে । জানা যায় এরপরই বিধায়ক সমরেশ বাবু চিকিৎসার জন্য তড়িঘড়ি পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতলে নিয়ে যাওয়া হয় । পরে বাবুর শরীরের অবনতি ঘটায় পরে বেলেঘাটা আইডি হসপিটালে ট্রানস্ফার করে।
পরে আরো শরীরে অবনতি ঘটায় তাকে কলকাতার নামে বেসরকারি হসপিটালে ভর্তি করে সেখানেই তার মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা যায় সমরেশ বাবুর অ্যাপস মা অ্যাজমা রোগ রয়েছে ।এদিকে সমরেশ বাবুর বয়সন্ধিকালে সত্তরের ঊর্ধ্বে ।এতে এই ভাইরাস খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছিল ।তবে বেশি দেরি না করে দ্রুত চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে আরোগ্য কামনা জানায় তার পরিবার ।
কিন্তু পারেনি করোনার রাজশাসনে হলো না আর আরোগ্য লাভ।
সূত্রে জানা যায় আজ ভোর ৪:১৫মিনিট নাগাদ সমরেশ বাবু নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর খবর জানাজানি হতে জেলায় শোকের ছায়া নেমে আসে ।তিনি কাঁথি বলাগেড়িয়া ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এতে কাঁথি বাসীর কাছে শোকের ছায়া নেমে আসে
জানা যায় গত মাসে ১৮ই জুলাই শরীর অসুস্থ ছিল সমরেশ বাবুর
শরীরে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় নিশ্চিত জ্বরের লক্ষণ।এতে সমরেশ বাবু সন্দেহ মেটাতে লালারস পরীক্ষা করতে পাঠালে শনিবার সন্ধ্যায় তার লালারসে পরীক্ষার রিপোর্টে পজেটিভ মেলে । জানা যায় এরপরই বিধায়ক সমরেশ বাবু চিকিৎসার জন্য তড়িঘড়ি পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতলে নিয়ে যাওয়া হয় । পরে বাবুর শরীরের অবনতি ঘটায় পরে বেলেঘাটা আইডি হসপিটালে ট্রানস্ফার করে।
পরে আরো শরীরে অবনতি ঘটায় তাকে কলকাতার নামে বেসরকারি হসপিটালে ভর্তি করে সেখানেই তার মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা যায় সমরেশ বাবুর অ্যাপস মা অ্যাজমা রোগ রয়েছে ।এদিকে সমরেশ বাবুর বয়সন্ধিকালে সত্তরের ঊর্ধ্বে ।এতে এই ভাইরাস খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছিল ।তবে বেশি দেরি না করে দ্রুত চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে আরোগ্য কামনা জানায় তার পরিবার ।
কিন্তু পারেনি করোনার রাজশাসনে হলো না আর আরোগ্য লাভ।
সূত্রে জানা যায় আজ ভোর ৪:১৫মিনিট নাগাদ সমরেশ বাবু নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর খবর জানাজানি হতে জেলায় শোকের ছায়া নেমে আসে ।তিনি কাঁথি বলাগেড়িয়া ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এতে কাঁথি বাসীর কাছে শোকের ছায়া নেমে আসে
No comments:
Post a Comment