নিউজ ফোর সাইড ডেস্ক :: আমফানে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গা তারপরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হাওয়া মানুষকে নাজেহাল করে ছেড়েছে।এখনো অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন। কেউ সান্ত্বনা দিচ্ছেন বিদ্যুৎ কর্মীরা জোরকদমে কাজ চালাচ্ছেন, আবারো অনেকে ক্ষোভ প্রকাশ করছেন সময় মতো কাজ হচ্ছে না বলে।
এরই মাঝে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ চালু করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রামনগর থানার অন্তর্গত নিচ মৈতনা গ্রামে । বছর ২৬ এর ওই যুবকের নাম কিশোর পাত্র বাবা তরুণ পাত্র পেশায় মেশিন রিক্সাচালক । বিদ্যুৎ কর্মীরা লাগাতার কাজ করে মেন লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু করেছিলেন নিচ মৈতনা এলাকায় কিন্তু কিশোর বাবুর বাড়িতে তারের ফল্ট কারণের কারনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছিলো না। গ্রামে আর পাঁচটা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ থাকায় নিজ বাড়িতে না থাকায় মেন লাইন থেকে হুপিং করে বাড়িতে আলো পাখা চালাবেন এমন উদ্দেশ্য অবলম্বন করেন কিশোর বাবু। প্রয়োজন মত সামগ্রী নিয়ে হুপিং করতে গেলে অগত্যা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন ও অকালে প্রাণ হারান। এমতাবস্থায় পাশাপাশি লোকজন রামনগর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ও দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়। এমন পরিস্থিতি দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সেইসঙ্গে যুবকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
এরই মাঝে বাড়িতে বিদ্যুৎ সরবরাহ চালু করতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। ঘটনাটি ঘটেছে রামনগর থানার অন্তর্গত নিচ মৈতনা গ্রামে । বছর ২৬ এর ওই যুবকের নাম কিশোর পাত্র বাবা তরুণ পাত্র পেশায় মেশিন রিক্সাচালক । বিদ্যুৎ কর্মীরা লাগাতার কাজ করে মেন লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু করেছিলেন নিচ মৈতনা এলাকায় কিন্তু কিশোর বাবুর বাড়িতে তারের ফল্ট কারণের কারনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছিলো না। গ্রামে আর পাঁচটা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ থাকায় নিজ বাড়িতে না থাকায় মেন লাইন থেকে হুপিং করে বাড়িতে আলো পাখা চালাবেন এমন উদ্দেশ্য অবলম্বন করেন কিশোর বাবু। প্রয়োজন মত সামগ্রী নিয়ে হুপিং করতে গেলে অগত্যা বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন ও অকালে প্রাণ হারান। এমতাবস্থায় পাশাপাশি লোকজন রামনগর থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ও দেহটি ময়নাতদন্তের জন্য কাঁথি হাসপাতালে পাঠায়। এমন পরিস্থিতি দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।সেইসঙ্গে যুবকের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
No comments:
Post a Comment