Breaking News

Translate

Monday, May 25, 2020

ঈদে সুনসান কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড।

নিউজ ফোর সাইড ডেস্ক :: দীর্ঘ লক ডাউনের পর একটু একটু করে দোকানপাট খোলা শুরু হয়েছে।সেইসঙ্গে কিছু কিছু গাড়িও চলতে শুরু করেছে।কিন্তু মানুষ ভীতি কাটিয়ে উঠতে পারছে না।এখনো জেলায় জেলায় মাঝে মাঝে করোনা আক্রান্তের খবর সোনা যাচ্ছে।তাই এই মহামারীর আতঙ্কে আতঙ্কিত সাধারণ মানুষ।

অন্যদিকে আজ মুসলিমদের সব চেয়ে বড় পরব ঈদ।চলতি লক ডাউনের কারণে পন্ড হয়েছে আনন্দ।কেবলমাত্র সকালে নামাজ পড়েই শেষ করতে হয়েছে এই পরব।কোথাও কোথাও সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে দেখা গেছে।কাঁথি মহকুমা সবথেকে ব্যস্ততম এলাকা সেন্ট্রাল বাস স্ট্যান্ড আজকের দিনে পুরো থমথমে।বেশিরভাগ দোকান বন্ধ সামান্য কয়েক্ জন ছাড়া।আনাগোনা নেই লোকের।তবুও এই মহামারীর মোকাবিলায় সবরকম আনন্দ থেকে বিরত হয়ে আজকের দিনটিকে সাধারণ ভাবে মেনে নিয়েছে  এখনকার মুসলিম সম্প্রদায়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919