Breaking News

Translate

Saturday, April 11, 2020

নিঃসন্তান বৃদ্ধের পাশে দাঁড়ালো কাঁথির "হ্যাপি টু হেল্প"।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: টানা লক ডাউন আর তার জেরেই বিপর্যস্ত সাধারণ জনজীবন।লক ডাউন থাকা সত্বেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।কোথাও কোথাও প্রশাসনিক নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে দেদার বেচা কেনা,আবার কোথাও ঘোরা ঘুরি।সরা দিন রাত গ্রাম থেকে শহর চলছে পুলিশি টহল।তবুও বিকেলে বিকেলে মোড়ে মোড়ে আড্ডার কমতি নেই।

অন্যদিকে পুরো অন্য ছবি দেখা গেলো কাঁথি শহর সংলগ্ন এলাকায়।নাম সন্তোষ গিরি। নিঃসন্তান চলাফেরা করতে অক্ষম (শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন) দম্পত্তি। ওনার কাছে বছরের প্রত্যেক দিনই লক ডাউন দিন।উনার কাছে পুলিশি টহল,গৃহ বন্দী,প্রশাসনিক বিধি নিষেধ সব কিছুই একই।এরকম এক প্রৌঢ় এর কাছে এগিয়ে এলো কাঁথি র সেচ্ছাসেবী সংস্থা "হ্যাপি টু হেল্প"। এক বছর আগে থেকেই কথা দেওয়া হয়েছিল সরা বছর খাদ্যসামগ্রী উপহার দেওয়া হবে। তাই প্রতিমাসে খাদ্যসামগ্রী উপহার তুলে দেওয়া হয়েছে সন্তোষ বাবুর হাতে।তেমনি ঠিক এবারেও সমস্ত রকম বাধা কাটিয়ে চলতি মাসের ও খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল,তেল,সয়াবিন ও করোনা মোকাবিলার জন্য মাস্ক  তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919