Breaking News

Translate

Saturday, January 11, 2020

উত্তর ২৪ পরগণার গুমা ইউনাইটেড ক্লাবের অভিনব কর্মসূচি দীঘায়।

নিউজ ফোর সাইড ডেস্ক ::   গুমা ইউনাইটেড ক্লাবের এক অভিনব উদ্যোগ। সমতল থেকে সমুদ্র বাইক রেলি করলো এই ক্লাব।শুক্রবার 48 জন ক্লাবের সদস্য সেভ ড্রাইভ সেভ লাইফ এবং মিশন নির্মল বাংলা সুরক্ষা বিষয়ক সচেতনতা নিয়ে দিঘায় এসে পৌঁছায়।

শনিবার সকাল থেকে দিঘার বিভিন্ন প্রাইমারি স্কুল গুলিতে ছেলেমেয়েদের পড়ার নানান সামগ্রিক বিলির করে। এর  পাশাপাশিএলাকার দুস্থ অসহায় মানুষদের কম্বল বিতরণ করেন উত্তর 24 পরগনার ক্লাব ইউনাইটেড সদস্যরা।উপকৃত তথা এলাকার সাধারণ মানুষ এমন এক প্রচেষ্ঠার জন্য সাধুবাদ জানান ক্লাবের সমস্ত সদস্য দের।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919