Breaking News

Translate

Sunday, January 19, 2020

পশ্চিম মেদিনীপুরের জঙ্গল মহলের বামুনবুড়ির পুজোয় এবছর মালসার সংখ্যা প্রায় ৫০ হাজার।

নিউজ ফোর সাইড ডেস্ক :: বামুনবুরি জঙ্গল মহলের দেবী।শুধু এই রাজ্যে নয় পাশাপাশি রাজ্যেও এই দেবীর নাম প্রচলিত রয়েছে।প্রতি বছর জনুয়ারি মাসে এই দেবীর পুজো হোয়।নিজস্ব বিভিন্ন পদ্ধতিতে মালাস সাজিয়ে শ্রধ্যা নিবেদন করে মন্দির প্রাঙ্গণে।

এবছর শনিবার থেকে এই দেবীর পুজো শুরু হয়।প্রায় লক্ষ অধিক মানুষ এই পুজোয় সামিল হয়।এবারের মালসার সংখ্যা ছিল প্রায় পঞ্চাশ হাজার এরও বেশি।
পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত পঁড়ুর আইমা নামে এক গভীর জঙ্গলে পুরনো বেল গাছের তলায় অবস্থিত এই দেবীর মন্দির।

কথিত আছে বহু বছর আগে এক গ্রাম বাসির একটি মূল্যবান গরু হারিয়ে যায়।গৃহস্থ ওই গরু খুঁজতে গিয়ে বেল গাছের তলায় এক সাদা রঙের কাপড় পরে বুড়িকে বসে থাকতে দেখে।গ্রামের লোক ভেবে তাকে তার গরু কোনদিকে গেছে জানতে চায়।সঙ্গে সঙ্গে তার রাস্তা বলে দেয়।গৃহস্থ গরু পেয়ে আসার সময় আর তাকে দেখতে পায় না।এই রকম অনেকেই যখন বিপদে পড়েছে তখন ওই বুড়ির দেখা পেয়েছে।সেই থেকেই "বামুন বুড়ি " দেবীর আবির্ভাব হয়।এবং সবাই মনে করেন এই দেবী গ্রামবাসীদের রক্ষা করার জন্য রয়েছেন।তার পর থেকেই মাঘ মাসের শুরুতেই এই দেবীর পুজো শুরু হয়।গত বছর পর্যন্ত এই দেবীর মন্দির পুরনো ছিল এবছর নতুন মন্দির তৈরি হয়েছে।এই দেবীর পুজো তে নিরামিষ ছিড়ে দিয়েই মালসা সাজিয়ে দেওয়া হয়।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919