Breaking News

Translate

Saturday, December 21, 2019

এগরা পানিপরুলে তৃণমূল সমর্থকদের সম্প্রীতির মিছিল।

নিউজ ফোর সাইড ডেস্ক ::  জাতীয় নাগরিকত্ব ও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজ্য জুড়ে অশান্তির মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে সম্প্রীতির মিছিলে সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার এগরার পানিপারুল।

অবরোধ, বিক্ষোভ, ভাঙচুর, অগ্নি সংযোগের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ আন্দোলনের মধ্যেই বিপরীত মেরুতে হেঁটে শনিবার সম্প্রীতির মিছিল করে প্রতিবাদ জানালেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের পানিপারুল অঞ্চল  তৃণমূলের নেতা-কর্মীরা।মিছিল দেখতে ভীড় করেছিলেন সাধারণ মানুষজন।

এদিন পানিপারুলে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়েছিল মিছিল।মিছিলের পুরোভাগে ছিলেন দলের অঞ্চল তৃণমূলের  প্রথম সারির নেতারা।দলীয় কার্যালয় থেকে মিছিল বেরিয়ে পানিপারুল বাজার হয়ে শেষ হয় স্থানীয় বাসস্ট্যান্ডে।মিছিলে পা মেলান মুসলিম সম্প্রদায়ের  ইমামরাও। মিছিল থেকে সম্প্রীতির শ্লোগান তোলেন তৃণমূল নেতা-কর্মীরা।প্রধান উদ্যোক্তা বাবুল সাহা বলেন, "আমাদের নেত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) জানিয়েছেন বাংলায় নতুন নাগরিক আইন বলবৎ হবে না।এখানে হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন একইসঙ্গে শান্তিতে বসবাস করেন।কেন্দ্রীয় সরকারের 'কালা কানুন'- এর বিরুদ্ধে আজ উভয় সম্প্রদায়ের মানুষ পথে নেমে প্রতিবাদ করেছেন।" উপস্থিত ছিলেন এগরা-২ ব্লকের সভাপতি দীনেশ কুমার প্রধান,  পানিপারুল গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা, স্থানীয় পঞ্চায়েত সদস্যা সাবিনা ইয়াসমিন, পানিপারুল অঞ্চল তৃণমূল সভাপতি নিশিকান্ত জানা,  মসজিদের ইমাম শেখ নূর মহম্মদ, আব্দুল সাহা ।এলাকার প্রায় কয়েকশো তৃণমূল কর্মী- সমর্থক পা মেলান।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919