নিউজ ফোর সাইড ডেস্ক :: কাঁথির স্বনামধন্য সিনিয়র ফৌজদারি আইনজীবি অনুপ কুমার দাস (৬৮), আজ সকালে কাঁথির সুপার মার্কেটের পার্শ্ববর্তী নিজ বাসভবনে আকস্মিক হৃদ রোগে আক্রান্ত হয়।তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২.৪০ মিনিট নাগাদ কাঁথি মহকুমা হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী, একমাত্র পুত্র, পুত্রবধূ ও এক নাতিকে নিয়ে ওনার সংসার। সমস্ত উকিলদের মধ্যে খুবই জনপ্রিয় ছিলেন এবং সহকর্মী বিপদে পড়লে সর্বাগ্রে এগিয়ে আসতেন। অনেক উকিল উনার জুনিয়র হিসাবে কর্মজীবন শুরু করে আজকের দিনে প্রতিষ্ঠিত।
উকিল হিসাবে খুব সফল ছিলেন। উনি খুব ভালো জেরা করতে পারতেন।
ব্যক্তিগত উনি খুব ভালো খেলোয়াড়ও ছিলেন। ক্রিকেট ফুটবল সমস্ত খেলাই দেখতে ভালোবাসতেন। খুব মিশুকে ও খোলা মনের মানুষ ছিলেন।এমন একজন মানুষ সেই সঙ্গে উকিলের পরলোক গমনে শোকের ছায়া নেমে এসেছে কাঁথি কোট চত্বর সহ গোটা এলাকায়।
 

 
 
 
 
 Posts
Posts
 
 
 

 
 
 
 
No comments:
Post a Comment