নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তথা কাঁথির বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীর জন্মদিন। কাঁথিতে নবনির্মিত "কোস্টাল প্রেস কর্নার"এর পক্ষ থেকে উনাকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়।
শারীরিক অসুস্থতার কারণে শিশির বাবু সাধারনত বাড়ির বাইরে বেরোন না। তাই বর্তমানে অধিকারী পরিবারের বর্ষিয়ান নেতাকে খুব একটা বাইরে দেখা যায় না।
উনার শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই "কোস্টাল প্রেস কর্নার" এর কয়েকজন সদস্য পৌঁছে যান শিশির বাবুর কাছে। এদিন উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্ঠা বিশিষ্ট সাংবাদিক চন্দন আচার্য, মিলন পন্ডা দেবাশিস মাইতি,অনিন্দ জানা,কণিষ্ক মাইতি,আজাহার মুনির,সমীরণ সাউ সহ অন্যান্য সদস্যগণ।
শিশির বাবু কেক কেটে আগত সকল শুভানুধ্যয়ীদের নিজের হাতে কেক খাওয়ান। রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা এক অনুষ্ঠানে কিছু সময়ের জন্যে হলেও প্রবীণ সাংসদ কে একটু অন্য মেজাজে দেখা যায়। সবমিলিয়ে আজ "কোস্টাল প্রেস কর্নার"এর সঙ্গে সময় কাটিয়ে কিছুটা আপ্লুত শিশির বাবু।সেই সঙ্গে "কোস্টাল প্রেস কর্নার" এর শুভ কামনা করেন।
No comments:
Post a Comment