নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ (৩০/০৯/২০২১) বৃহস্পতিবার,বেলা -০২.০০ টা'য়,কাঁথি এস.ডি.ও অফিসে,এবং বিকাল ০৪.০০ টা'য় এগরা এস.ডি.ও. অফিসে,পটাশপুর ও ভগবানপুর বিধানসভা সহ সংলগ্ন বানভাসি এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণসামগ্রী বিতরণ করার এবং ত্রাণ বিতরণে দলীয় স্বজন পোষণ বাদ দিয়ে সরকারি ভাবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বিতরণ করার দাবি জানিয়ে,ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডেপুটেশন কর্মসূচী গ্রহণ করা হয়।
উক্ত কর্মসূচীগুলিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তী,জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র ও সুদাম পন্ডিত দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস,ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি,রাজ্য কমিটির সদস্য সোমনাথ রায় ও অমলেন্দু পাহাড়ি, জেলা সহ-সভাপতি রমাকান্ত প্রধান,জেলা সম্পাদক নবীন প্রধান,কল্লোল কর,জেলা মহিলা মোর্চার সভানেত্রী মৌমিতা দাস,জেলা আমন্ত্রিত সদস্যা মুনমুন দাস,জেলা কার্যকর্তা ধীরেন্দ্রনাথ পাত্র,দলীয় কার্যকর্তা বিদেশ বসু মাইতি, জয়েশ ভৌমিক বিমান জানা,তারাশঙ্কর মান্না,প্রাণতোষ আচার্য্য,নীলেশ মন্ডল প্রমুখ দলীয় কার্যকর্তা ও দলীর সমর্থকগন।
No comments:
Post a Comment