নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘায় বেড়াতে এসে নিখোঁজ নাবালিকা থানায় দারস্থ পিতা।
সূত্রে পাওয়া খবর মেদিনীপুরের কোতোয়ালী থেকে সেক রফিক পরিবার পরিজন নিয়ে গত ৩রা জানুয়ারি ৪০ জনের একটি দলের সাথে দীঘা পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন।পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ১৭ বছরের মেয়ে ফিরোজা খাতুনকে নিয়ে আসেন। সারাদিন পিকনিকের পর বাড়িতে ফিরে যাওয়ার সময় মেয়েকে খুঁজে না পেয়ে দীঘা এবং কোতোয়ালী থানায় দারস্থ হয়েছেন।
(ছবি - সুভাষ মিশ্র)
সেখ রফিক জানান উনার মেয়ে মেদিনীপুরের রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করতো এবং দীঘায় বেড়াতে এসে তেমন কোন অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি। তাছাড়া কারও সাথে কোনও প্রনয় ঘটিত কোনো সম্পর্কও ছিল না। কিন্তু কিভাবে মেয়ে নিখোঁজ হলো তার চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন পিতা শেখ রফিক।
No comments:
Post a Comment