নিউজ ফোর সাইড ডেস্ক :: অমাবস্যার কটালে দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয় সন্ধ্যা থেকে। সন্ধ্যা নামার সাথে সাথে জল যতই বাড়ছে জলোচ্ছ্বাসের মাত্রা ততই বাড়ছে।সঙ্গে হাল্কা মাঝারি বৃষ্টির জন্যে আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে দীঘা সমুদ্র। মন্দার মনি সৈকতেও ঠিক একই দৃশ্য দেখা গেছে। 
অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টির চাপে চাঁদপুর এলাকায় সমুদ্র বাঁধ উপচে জল ঢুকেছে গ্রামের মধ্যে। কোথাও কোথাও বাঁধ ভেঙেছে। সেই কারণে বেশ কয়েকটি কাঁচা ঘর বাড়ি ভেঙেছে।প্রসাশন তৎপরতার সাথে বাঁধ মেরা মতের কাজ করছে।সেই সঙ্গে স্থানীয় লোকজন দের নিরাপদ আশ্রয়ে সাথানান্তরিত করেছে। বৃষ্টি বাতাসের কারণে যথেষ্ট আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় গ্রামবাসীরা।
 


 
 
 
 
 Posts
Posts
 
 
 

 
 
 
 
No comments:
Post a Comment