Breaking News

Translate

Monday, August 3, 2020

রাখীর বাজার পন্ড করলো করোনা,ব্যবসায়ীদের মাথায় হাত।


নিউজ ফোর সাইড ডেস্ক :: রাখি পূর্ণিমার বাজার মন্দা মাথায় হাত ব্যবসায়ীদের। প্রত্যেক বছর যে ভাবে রাখীর বাজার আলাদাভাবে কোন একটি নির্দিষ্ট জায়গায় চলত এবছর তার বিন্দুমাত্র দেখা নেইকাজেই  কোন বাজারে ভিড় নেই এবারের রাখি পূর্ণিমায়। রাখি পূর্ণিমার দিন মূলত ব্যবসায়ীরা ভালো অঙ্কের টাকা লাভ করত প্রত্যেক বছর। যে সমস্ত গ্রামের মহিলারা হাতের কাজ স্বরুপ রাখি বানিয়ে বছরের শেষে কিছু ইনকাম করত এবছর তার কোন রকম উপায় হলনা। যথেষ্ট চিন্তার মধ্যে  তাদের  দিন কাটছে। সেইসব গ্রাম্য মহিলারা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। মারণ ভাইরাস করণা মোকাবিলার জন্য রাজ্য তথা কেন্দ্র  সরকার নির্দেশ দিতে বাধ্য হয়েছে  লক ডাউনের। আর এর কারনে  খেটে খাওয়া মানুষদের ক্ষেত্রে লকডাউন এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দিশেহারা হয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার গুলি।

উপায় না থাকার কারণে ফোনে ফোনেই অভিনন্দন জানিয়ে রাখি বন্ধন উৎসব পালন করছে আমজনতা। একদিকে সামাজিক দূরত্ব অন্যদিকে করোনার ভীতি দুই  মিলে এ বছরের রাখি বন্ধন উৎসব একেবারে স্তব্ধতায় কাটছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919