Breaking News

Translate

Thursday, April 30, 2020

রক্ত সংকট এড়াতে কাঁথি বলিয়ারপুরে রক্ত দান শিবির।

নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউনের কারণে রাজ্যের ও জেলার সরকারি ব্লাড ব্যাংক গুলিতে   রক্তের রক্ত সঙ্কট দেখা দিয়েছে।তাই জেলার বিভিন্ন এলাকায় প্রশাসন এবং কিছু বেসরকারি সংস্থা গুলির উদ্যোগে সেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হচ্ছে।


গতকাল ২৯/৪/২০২০ কাঁথি মহকুমার বলিয়ারপুরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণের পরিচালনায় কাঁথি ১ নম্বর ব্লকের নয়াপূট  অঞ্চলের বলিয়ারপুর মা সারদামণি সেবা সংঘের সহযোগিতায় বলিয়ারপুর জুনিয়র হাইস্কুলে "রক্তদান শিবির" শুরু হয়। করোনার এই ভয়াবহ আবহে থ্যালাসেমিয়া  রোগীদের রক্তের চাহিদা মেটাতে এই আপৎকালীন "রক্তদান শিবিরের "আয়োজন। শিবিরে উপস্থিত ছিলেন ডঃ সুমিত্র মাইতি, রূপক গিরি,  সুব্রত গুহ, মনোজ কামিলা,  নারায়ন পয়ড়্যা, তারাশঙ্কর পড়িয়ালী, সহ অন্যান্য সদস্যগণ।এই শিবিরে পুরুষদের সাথে মহিলারাও এগিয়ে আসেন রক্ত দেওয়ার জন্য।৯ জন মহিলা সহ প্রায় ৩৫ জন রক্তদান করেন। সংঘের পক্ষ থেকে চন্দন মন্ডল, গৌতম জানা,  শংকর মন্ডল সহ সদস্যবৃন্দরা রক্তদাতাদের হাতে মাস্ক ও স্যানিটাইজার এবং টিফিন তুলে দেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংক। বিশ্বজুড়ে  করোনা যেভাবে ভয়াবহ আকার নিয়েছে তা অবিশ্বাস্য নয়।তারই মধ্যে রক্ত দাতারা যে রক্ত দান করে সাহসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে লায়ন্স ক্লাব অফ কন্টাই দেশপ্রাণ ও মা সারদামণি সেবা সংঘেরপক্ষ থেকে স্যালুট জানান কর্মকর্তারা। কাঁথি মহকুমা শাসক, জুনপূট  কোস্টাল থানা,  নয়াপূট গ্রাম পঞ্চায়েত, এবং বলিয়ারপুর জুনিয়র হাই স্কুল ও বলিয়ারপুর গ্রামবাসীকে সহযোগিতা করার জন্য সংঘের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান সঞ্জীব জানা ও উত্তম মাইতি।সঞ্জীব জানা বলেন "রক্ত দান জীবন দান" শুধু আমাদের এই এলাকায় নয় আগামী দিনে যেখানেই এই শিবির হবে তাতে যেনো ওই এলাকার যুব সমাজ এগিয়ে আসে তার জন্যে বিশেষ অনুরোধ রইলো।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919