Breaking News

Translate

Sunday, March 29, 2020

লক ডাউন দিনে গৃহবন্দী মানুষের পাশে " বি এম ফাইন আর্টস অ্যান্ড কালচার"

নিউজ ফোর সাইড ডেস্ক :: লক ডাউন দিনে সারা দেশ সহ রাজ্যের জেলায় জেলায় এমনকি প্রতন্ত্য গ্রাম্য এলাকায় প্রায় গৃহ বন্দী সাধারণ মানুষ।আর তাদের পাশে দাঁড়ালো কাঁথি "বি এম ফাইন আর্টস অ্যান্ড কালচার"। প্রায় ২০০টি বাড়িতে মাস্ক,সাবান বিতরণ করলো এই সংস্থা।

এদিন কাঁথি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড ধর্মদাস বাড়,মারিশদা,ধন্দলিবার,রামনগর থানার পূর্ব করঞ্জি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সংস্থার কর্নধার  বিষ্ণু মাইতি, সন্তাসিস মিশ্র, মিতন বারিক,উজ্জ্বল সাশমল,দোলন বারিক, অনাথবন্ধু দাস বিতরণ করেন এই সমস্ত দ্রব্য।এর আগেও বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়াতে দেখাগেছে এই সংস্থার সদস্য দের।কিন্তু এবার একটু অন্যরকম সংস্থার পক্ষ থেকে বিষ্ণু মাইতি সাধারণ মানুষের কাছে বিশেষ ভাবে অনুরোধ  করেন যাতে কেউ বাড়ির বাইরে বিনা কারণে না বেরোয়।সেই সঙ্গে যেনো সবাই সরকারি নিয়ম মেনে বাড়িতে থাকেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919