Breaking News

Translate

Thursday, March 26, 2020

বাড়ি বাড়ি গিয়ে সাবান, স‍্যাভলন, প্রদান করলেন জেলা পরিষদের অধ্যক্ষ।

নিউজ ফোর সাইড ডেস্ক :: সারা দেশ জুড়ে চলছে লক ডাউন।কোনো রাজ্যও বাদ পড়েনি লক ডাউন থেকে।কিন্তু সরকারি ভাবে কিছু পরিষেবা চালু রাখা হয়েছে সাধারণ মানুষের জন্য।খোলা রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান।সেই সঙ্গে চলছে পুলিশি অভিযান।এক জায়গায় বেশি জমায়েত দেখলেই প্রসাশন আইনি ব্যবস্থা নিতে পিছু হটছেনা।এক কথায় করোনা মোকাবিলায় সারা রাজ্য জুড়ে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

তাই ভিড় এড়াতে পূর্ব মেদিনীপুর জেলাপরিষদের অধ্যক্ষ তথা চালতি নগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সন্দ্বীপ কুমার বেরা,গণেশ মাইতি(চালতি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ),জয়দেব ঘোড়াই সহ কয়েকজন দলিয় কর্মীদের সঙ্গে নিয়ে উত্তর কাঁথির গোবিন্দপুর, বৈকণ্ঠপুর, চালতি, সরস্বতী পুর,ফুলবনি সহ বেশ কয়েকটি জায়গায়  গত ২০/০৩/২০ শুক্রবার থেকে বাড়ি বাড়ি গিয়ে সাবান, স‍্যাভলন, প্রদান করেন।করোনা ভাইরাস আতঙ্কে সাধারণ মানুষ যাতে দিশাহারা না হয় এবং সচেতনতা বাড়াতে রাজ্য সরকারের নির্দেশ  মেনে সকলকে পরিস্কার পরিচ্ছন্ন ভাবে বাড়িতে থাকার আবেদন করেন।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919