Breaking News

Translate

Wednesday, February 26, 2020

DSDA তে অস্থায়ী অস্থায়ী কর্মচারীদের ডেপুটেশন।

নিউজ ফোর সাইড ডেস্ক :: দীঘা উন্নয়ন পর্যদের ২শতাধিক অস্থায়ী কর্মচারীরা  আজ উন্নয়ন পর্যদের প্রশাসকের কার্যালয়ের ৮ দফা দাবিদাওয়া নিয়ে ডেপুটেশন জমা দেন।
দফা নম্বর
১- অবিলম্বে ঠিকা প্রথার শ্রমিক নিয়োগ বন্ধ করতে হবে।বর্তমানে ঝাড়ুদারদের ঠিকা প্রথা প্রত্যাহার করতে হবে।
২- DSDA দাড়িয়ে দীর্ঘ বছর কাজ করার সুবাদে পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর মন্ত্রক কর্তৃক ২৯৬৬ নম্মবার আদেসনামা অতি সত্তর কার্যকরী করতে হবে।
৩- DSDA সমস্ত প্রকার অস্থায়ী কর্মচারীদের উৎসব কালীন ভাতা প্রদান করতে হবে।
৪- অস্থায়ী কর্মচারীদের কোনো কারন ছাড়া ছাঁটাই করা যাবে না।

৫- সুপ্রিম কোর্টের আদেশ নাম অনুযায়ী সমকাজে সমবেতন করতে হবে।
৬-DSDA  সমস্ত অস্থায়ী কর্মচারীদের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পে অবিলম্বে নাম নথিভুক্ত করতে হবে।
৭- পশ্চিমবঙ্গ সকারের মাননীয়া মুক্ষমন্ত্রী আদেশ নাম নম্বর ৯৪২/সি এম( Pr.Sey)২০১৯ এবং পৌর নগর উন্নয়ন দপ্তরে আদেশ নাম নম্বর ৭১৮৯/OSD /২০১৯ এই পত্র অবিলম্বে কার্যকরী করতে হবে।
(ছবি - সুভাষ মিশ্র)
৯- কোনো অস্থায়ী কর্মচারীদের বিনা কারণে বিভিন্ন সংস্থায় বদলি ক্ষেত্রে লিখিত আদেশ নামা আফিস কর্তৃ পক্ষকে দিতে হবে।যাহা আজ অবধি চালু ছিল।
এই দাফাগুলি সহানুভূতির সহিদ বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন কর্মচারীরা।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919