Breaking News

Translate

Sunday, February 23, 2020

শিশু মৃত্যু ঘিরে চরম উত্তেজনা ভাগবানপুরে।

নিউজ ফোর সাইড ডেস্ক:: ভগবানপুর:: আজ রবিবার ভগবানপুর থানার বলরামচক গ্রামে চিকিৎসাধীন অবস্থায় এক শিশু মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুকে কফ, শ্বাসকষ্ট ও বমির উপসর্গ নিয়ে সেক আনোয়ার তার এক বছরের শিশু সন্তানকে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয় এক চিকিৎসক অভিজিৎ পাত্রের বাড়িতে।এরপর চিকিৎসক ওই শিশুকে একটি ঔষধ দিলে সেই ঔষধ খাওয়ার পরেই স্বাস্থের পর পর অবনতি হতে থাকে।শেষ পর্যন্ত শিশুটির মৃত্যুও হয়।এরপর চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎস্যার অভিযোগ তোলে সেক আনোয়ারের পরিবারের লোকজন। জনরোষে ফেটে পড়ে পরিবারের সদস্যরা। তারপর অভিযুক্ত চিকিৎসকের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকার মানুষজন।খবর ছড়িয়ে পড়লে ভগবানপুর থানার ওসি প্রণব রায়ের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কিন্তু এ বিষয়ে রাত পর্যন্তও থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানান পুলিশ প্রশাসন ।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919