Breaking News

Translate

Thursday, February 20, 2020

বেপরোয়া গতির কারণে মাধ্যমিক পরীক্ষার ছাত্রীদের গাড়ি নয়নঞ্জুলিতে

নিউজ ফোর সাইড ডেস্ক ::   বেপোরোয়া গতির পুলকার নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেল রাস্তার ধারে। ঘটনায় আহতদের পুলিশ উদ্ধার করে এগরা সুপার স্পেসালিটি হাসপাতালে ভর্তি করে। আহত স্কুল ছাত্রীরা আপাতত সুস্থ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর পটাশপুর-২ ব্লকের খড়ুইগড়  হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র তিন কিলোমিটার দূরে খাড় হাইস্কুলে। বৃহস্পতিবার খড়ুইগড় হাইস্কুলের সাতজন মাধ্যমিকের ছাত্রী পুলকারে করে পরীক্ষা কেন্দ্র খাড় হাইস্কুলে আসে। পরীক্ষার শেষে সেই ভাড়াকরা পুলকারে চেপে এগরা পটাশপুর রাস্তা ধরে বাড়ির উদেশ্য রওনা দেয় গাড়ীটি। অভিযোগ খাড় থেকে খড়ুইগড় মাত্র পাঁচ মিনিটের পথ। তবুও গাড়িটির চালক বেপোরোয়া গতিতে গাড়ি নিয়ে আসছিল। পঁচেট বাসস্ট্যান্ড পেরিয়ে খড়ুই বাজারের দিকে কিছুটা আসার পর হটাৎ নিয়ন্ত্রন হারিয়ে পুলকারটি পরীক্ষার্থীদের নিয়ে রাস্তার ধারে ধানের খেতে উল্টে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকেরা ছুটে আসে এবং ছাত্রীদের উদ্ধার করে। পরে পটাশপুর থানার পুলিশ গিয়ে সাত জন ছাত্রীকে পুলিশের  গাড়িতে করে এগরা সুপার স্পেসালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।বর্তমান সমস্ত ছাত্রী সুস্থ বলে জানা গেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919