নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা বেড়াতে এসে বিপদের মুখ থেকে বাঁচলো মদনমোহন চক, খড়গপুর এর বাসিন্দা অসীম দে।তার বয়েস ১৬।
এদিন সমুদ্র সৈকত দীঘায় এসে সমুদ্রে স্নানের জন্য খানিকা ঘাটের কাছে জলে নামে।কিন্তু নিজেই নিজেকে সামলাতে না পেরে ডুবে যাচ্ছিল।এমন সময় পাশাপাশি থাকা নুলিয়ারা তত্পরতার সাথে তাকে উদ্ধার করে ডাঙায় অনে।প্রশ্ন উঠছে প্রশাসনের পক্ষ থেকে বারে বারে সতর্কতা জারি করার পরেও কেনো সাধারণ মানুষ বা পর্যটকরা এমন ভুল করছে?
বর্তমান অসীমকে নুুুলিলয়ারা সুস্থ অবস্থায় তার আশ্রয়ে পৌঁছে দেয়।
অন্যদিকে বিহারের মাজোফফরপুর থেকে আসা রূপেশ পাঠক নামে এক পর্যটক মদ্যপ অবস্থায় সমুদ্রের জলে ডুবে যাবার সময় নুলিয়ারা উদ্ধার করে।
এদিন সমুদ্র সৈকত দীঘায় এসে সমুদ্রে স্নানের জন্য খানিকা ঘাটের কাছে জলে নামে।কিন্তু নিজেই নিজেকে সামলাতে না পেরে ডুবে যাচ্ছিল।এমন সময় পাশাপাশি থাকা নুলিয়ারা তত্পরতার সাথে তাকে উদ্ধার করে ডাঙায় অনে।প্রশ্ন উঠছে প্রশাসনের পক্ষ থেকে বারে বারে সতর্কতা জারি করার পরেও কেনো সাধারণ মানুষ বা পর্যটকরা এমন ভুল করছে?
বর্তমান অসীমকে নুুুলিলয়ারা সুস্থ অবস্থায় তার আশ্রয়ে পৌঁছে দেয়।
অন্যদিকে বিহারের মাজোফফরপুর থেকে আসা রূপেশ পাঠক নামে এক পর্যটক মদ্যপ অবস্থায় সমুদ্রের জলে ডুবে যাবার সময় নুলিয়ারা উদ্ধার করে।
No comments:
Post a Comment