Breaking News

Translate

Thursday, February 13, 2020

বিদায় নিচ্ছে শীত ৪৮ ঘণ্টায় আমূল পরিবর্তন আসছে গ্রীষ্ম।

নিউজ ফোর সাইড ডেস্ক :: শেষ মেষ বিদায় নিতে চলেছে শীত। কোয়েকবার বৃষ্টির কারণে জমিয়ে শীত পড়েছিল গোটা রাজ্য জুড়ে।আবার শেষ লগ্নে হালকা শীতের আমেজ দিয়ে বিদায় নিচ্ছে শীত।আগামী কয়েক দিনের মধ্যেই তাপমাত্রা বৃদ্ধি পাবে।

অবহাওয়া দপ্তরের খবর ৪৮ ঘণ্টার পর থেকেই সর্ব নিম্ন ১৬-১৭ ডিগ্রি তাপমাত্রা হতে পারে।
বসন্তের শুরুতে তাপমাত্রার অনেকটাই তারতম্য ঘটতে পারে।সর্ব নিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি হতে পারে মহানগরী কলকাতায়।ঠিক সময় তাপমাত্রা না বাড়ায় শীতের বেশ আমেজেই ছিল কলকাতা সহ গোটা রাজ্যবাসী।কিন্তু সেই দিন শেষের পথে।কারণ আস্তে চলেছে গরমের দিন।
এবছর শীতে বেশ কয়েক বার পশ্চিমী ঝঞ্ঝার জন্য রাজ্য বাসী শীত ভালই অনুভব করেছিল।আর নয় এবার বসন্তের ছোঁয়া নিয়ে রাজ্যে প্রবেশ করছে গ্রীষ্ম কাল।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919