Breaking News

Translate

Friday, January 31, 2020

বালিশাই জাগরণ সংঘের এবছরের থিম "নারী কেন ধর্ষিতা!" মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে সচেতনতার প্রকাশ।

নিউজ ফোর সাইড ডেস্ক :: এক দিকে নারীশক্তির আরাধনা। অন্য দিকে, কন্যা সন্তানকে অবহেলা, শিশু ধর্ষণ, নারী নির্যাতন। পরস্পর বিরোধী অথচ অনভিপ্রেত এই বিষয়টা ভাবিয়েছিল জাগরণ সংঘের উদ্যোক্তাদের। সমাজকে বার্তা দিতে উদ্যোক্তারা তাই এ বার তাঁদের পুজোর থিম করেছেন ‘নারী কেন ধর্ষিতা!’

মণ্ডপ জুড়ে থিমের মাধ্যমে শিশু ধর্ষণ, নারীদের প্রতি নির্যাতনের মতো বিষয়গুলি দেখানো হয়েছে। তবে বাইরের কোনও শিল্পী নয়, ডেকরেটরের সাহায্য না নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে থিম ফুটিয়ে তোলার দায়িত্ব পালন করেছেন জাগরণ সংঘের অন্যতম সদস্য তথা থিম নির্মাতা উজ্জ্বল শাসমল। তবে থিম ভাবনার সঙ্গে দেবীমূর্তিকে মিলিয়ে দেওয়া হয়নি। প্রতিমা এখানে সাবেক রীতির। জাগরণ সংঘের পুজো এ বার ২০ তম বর্ষে পড়ল। কমিটির অন্যান্য সদস্যরা বলছেন, ‘‘এমনিতে জাঁক জামোক করে পুজো হত। দু’বছর হল থিম যুক্ত হয়েছে। উদ্দেশ্য দেবীর আরাধনার সঙ্গে সঙ্গে সমাজ সচেতনতার বার্তা দেওয়া। এক দিকে আমরা মাতৃরূপে বাগদেবীর  আরাধনা করছি। সেই সময় মেয়েদের প্রতি অন্যায় অত্যাচার অবহেলার ঘটনা প্রতিনিয়ত সামানে আসছে। সম্প্রতি হায়দ্রাবাদের প্রিয়াঙ্কা রেড্ডির ঘটনাটি খুবই বেদনাদায়ক। তাই ‘নারী কেন ধর্ষিতা!’ থিমের ভাবনা নেওয়া হয়েছে। আলোকসজ্জার পরিকল্পনাও আমাদের নিজস্ব। কাজের ফাঁকে এসে কাজ করতে হয়েছে।’’ 

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919