Breaking News

Translate

Sunday, December 1, 2019

দীঘায় বৈদ্যুতিক শবদাহ চুল্লির উদ্বোধন আগামী কয়েকদিনের মধ্যেই।

নিউজ ফোর সাইড ডেস্ক :: পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় তৈরি হচ্ছে বৈদ্যুতিক শবদাহ চুল্লি।


দীঘা রামনগর এলাকায় নির্দিষ্ট কোনো শসান না থাকায় সমুদ্র সৈকত গুলিতেই শবদাহ করতে হয়।এবং বন্দপ্তর থেকে ২/৩ টি গাছও কাটতে হয়।এর ফলে দীঘার ঝাউ বাগান কমতে থাকে।সেইসঙ্গে বাইরের থেকে আগত পর্যটকদের দৃশ্য দূষণ হয়।

এলাকার সাধারণ মানুষ ও পরিবেশ এবং পর্যটকদের কথা মাথায় রেখে দীঘা শংকরপুর উন্নোয়ান পর্ষদের পক্ষ থেকে দীঘা মোহনা জাওয়ার রাস্তার পাশে গোবিন্দ বাসন মৌজায় এক একর জমিতে প্রায় ৪কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে "দীঘা কৃমেটরিয়াম" বা শবদাহ চুল্লি।আগামী জনুয়ারী মাসেই উদ্বোধন হতে পারে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919