নিউজ ফোর সাইড ডেস্ক :: কিছুদিন আগেই জম্বু ও কাশ্মীর রাজ্য দুটিকে কেন্দ্র শাসিত অঞ্চল পরিবর্তন করেছে কেন্দ্র সরকার। আবার দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এই দুটি কেন্দ্রশাসিত দীপাঅঞ্চল কে সংযুক্তিকরণ এর পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার। কেন্দ্রশাসিত অঞ্চল গুলির সংহতকরণ বিল 2019 শীতকালীন অধিবেশনে আনতে চলেছে। ভালো প্রশাসনের লক্ষেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার।
তিন মাস আগে জম্মু-কাশ্মীর কে কেন্দ্রশাসিত অঞ্চল করা আবার তিন মাস পরে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল কে সংহতি করনের কারণে কিছুটা সমালোচনার মুখেও পড়তে পারে সরকার পক্ষ।
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ মাত্র 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তাই এই দুটি দীপাঅঞ্চলকে একীভূত করলে প্রশাসনের দিক থেকে অনেকটাই উন্নত হবে বলে মনে করছেন সরকার পক্ষ। আগামী 25 শে নভেম্বর থেকে এই বিল চালু হতে পারে।


No comments:
Post a Comment