নিউজ ফোর সাইড ডেস্ক:: বুধবার সন্ধ্যায় বাইক ও ট্রেকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আজিফুল সেক (২৩)। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার অগ্নিনির্বাপক অফিসের কাছে।স্থানীয় সূত্রে খবর , এদিন সন্ধ্যায় ওই যুবক বাইকে করে এগরা থেকে বালিঘাই এর দিকে যাচ্ছিল।
আর সেই সময় বালিঘাইর দিক থেকে কাঁথি মুখি একটি ট্রেকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পর স্থানীয়রা ছুটে আসে এবং আহত অবস্থায় যুবককে উদ্ধার করে এগরা সুপার হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালে চিকিৎসকেরা যুবকটিকে মৃত বলে ঘোষণা করে।
(আমাদের ইউটিউব চ্যানেলটি কে দেখতে নিচের লিংকে ক্লিক করুন ও সাবস্ক্রাইব করুন)।
https://youtu.be/I5RWU0LXBIw



No comments:
Post a Comment