Breaking News

Translate

Saturday, June 5, 2021

"যশ" দুর্গত মানুষের পাশে ব্যাক্তিগত ভাবে দাড়ালো ত্রিশঙ্কু।

 নিউজ ফোর সাইড ডেস্ক :: "যশ" দুর্গত মানুষের পাশে ব্যাক্তিগত ভাবে দাড়ালো ত্রিশঙ্কু।


"যশ" দুর্যোগের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমনি, তাজপুর, শংকরপুর, চাঁদপুর ধ্বংসলীলায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গতদের পাশে পানীয় জল, বিস্কুট, চাল ,ডাল, বাতাসা, মুড়ি, আলু, পেঁয়াজ ছাড়া আরও বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেয়। বিবেকানন্দের কথায় সেবাই হচ্ছে  মানুষের ধর্ম। তাই মাতা সীতা রানী মান্নার স্মৃতির উদ্দেশ্যে পুত্র ত্রিশঙ্কু মান্না  সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন। সেবাই হচ্ছে তার ব্রত সুখ দুঃখের মানুষের কাছে দাঁড়ানোরই হচ্ছে বড় উপহার এমনটাই মনে করছেন তিনি। একজন সাধারণ সমাজসেবী বিভিন্ন সময়  তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন করোনা সময়ও মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। মান্না বাবুর  বাড়ি কাঁথি পুর সাভার ১৪ নম্বর ওয়ার্ডে উনার  পিতা পঞ্চানন মান্না ছেলের এমন উদ্যোগে যথেষ্ট খুশি।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919