Breaking News

Translate

Wednesday, January 20, 2021

দীঘায় সমুদ্র স্নানে নেমে মৃত্যু যুবকের

 নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে অজয় মুর্মু ( ২৮ ) চল্লিশ জনের একটি দলের সাথে পিকনিক করতে দীঘা পর্যটন কেন্দ্রে আসেন সঙ্গে ছোটো ভাই কালো চাঁদ মুর্মু কে নিয়ে।


(ছবি - সুভাষ মিশ্র)

বেলা ১০ টার সময় নিউ দীঘা মেরিনাঘাটে সমুদ্র স্নানে নেমে নিখোঁজ হন , সাথে থাকা ছোটো ভাই ও অন্যান্যরা বহু খোঁজাখুঁজির পর দেখতে না পেয়ে দীঘা থানায় জানান।নিখোঁজ অভিযোগ  পেয়ে নুলিয়ারা ও দীঘা থানার পুলিশ ওল্ড দীঘার জগন্নাথ সমুদ্র স্নান ঘাটে এক মৃত ব্যক্তির দেহ দেখতে পান এবং পরিবারের লোকজন দ্রুত এসে শনাক্ত করে তাদেরই সঙ্গে সমুদ্র স্নানে নেমে নিখোঁজ হয়ে যাওয়া এই যুবক। দীঘা থানার পুলিশ মৃত দেহ টি সমুদ্র সৈকত থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।


No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919