নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে অজয় মুর্মু ( ২৮ ) চল্লিশ জনের একটি দলের সাথে পিকনিক করতে দীঘা পর্যটন কেন্দ্রে আসেন সঙ্গে ছোটো ভাই কালো চাঁদ মুর্মু কে নিয়ে।
বেলা ১০ টার সময় নিউ দীঘা মেরিনাঘাটে সমুদ্র স্নানে নেমে নিখোঁজ হন , সাথে থাকা ছোটো ভাই ও অন্যান্যরা বহু খোঁজাখুঁজির পর দেখতে না পেয়ে দীঘা থানায় জানান।নিখোঁজ অভিযোগ পেয়ে নুলিয়ারা ও দীঘা থানার পুলিশ ওল্ড দীঘার জগন্নাথ সমুদ্র স্নান ঘাটে এক মৃত ব্যক্তির দেহ দেখতে পান এবং পরিবারের লোকজন দ্রুত এসে শনাক্ত করে তাদেরই সঙ্গে সমুদ্র স্নানে নেমে নিখোঁজ হয়ে যাওয়া এই যুবক। দীঘা থানার পুলিশ মৃত দেহ টি সমুদ্র সৈকত থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
No comments:
Post a Comment