Breaking News

Translate

Friday, May 22, 2020

কাঁথির "ABCD" ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির।

নিউজ ফোর সাইড ডেস্ক :: সবেমাত্র দুই দিন আগে রাজ্যের সাত জেলা জুড়ে দাপিয়ে গেছে সুপার সাইক্লোন "আমফান"।তার সাথে লেগেই আছে মহামারীর ত্রাস "করোনা"।বিভিন্ন সমস্যার সাথে রক্তের সংকটও চলছে।হাসপাতালে মুমূর্ষু রোগীর অথবা থ্যালাসেমিয়ার রোগীদের রক্তের যোগানে ঘাটতি  দেখা দিচ্ছে।তাই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার "এ বি সি ডি" ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।সহযোগিতায় ছিল হিউম্যান রাইটস ও কলকাতার দেবদূত ফাউন্ডেশন।কাঁথি মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংক এর টিম এসে রক্ত সংগ্রহ করে।এদিন ক্লাবের সদস্য ও পাশাপাশি এলাকাগুলিতে থেকে প্রায় ৫৫ জন দাতা রক্ত দান করেন।যার মধ্যে প্রায় ১০ জন মহিলা এই মহৎ উদ্যোগ সামিল হন।

ক্লাবের সম্পাদক গোপাল মহাপাত্র বলেন "রক্ত দান ,জীবন দান সুতরাং এই কর্মসূচিতে আমাদের সবার এগিয়ে আসা অত্যন্ত জরুরি।বিশেষকরে এমন লক ডাউন ও করোনা আতঙ্কের দিনে যেভাবে রক্তের সংকট দেখা দিয়েছে তার পূরণের দায়িত্ব আমাদের সবার।সেই কারণে আমাদের ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। যিনারা ক্লাব ঘরে রক্ত দিতে আসছেন তাঁদের আগে সানিটায়িজ করে ভেতরে ঢোকান হচ্ছে।সেই সঙ্গে আরও কিছু বিশেষ পরীক্ষা করার পর দাতার কাছ থেকে রক্ত সংগ্রহ করা হচ্ছে।আগত সমস্ত দাতাদের হতে একটি করে উপহার তুলে দেওয়া হয়।এবং সবাইকে সাধুবাদ জানান ও আগামীদিনে এই ভাবে পাশে থাকার অনুরোধ জানান"।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919