নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ ২৮ শে এপ্রিল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার সুটাহাতা থানার অন্তর্গত SUCI(c) হলদিয়া লোকাল কমিটির উদ্দোগে জামবেড়্যা-মনোহরপুর-বারাতলা গ্রামের ৪০ জন দুঃস্ত মানুষদের খাদ্যসামগ্রী বিলি করা হয়।
(ছবি - অসিত চক্রবর্তী)
(চাল২কেজি,আলু২কেজি,ডাল৫০০গ্রাম,সয়াবিন১০০গ্রাম,ও সাবান একটি) ।লোকাল কমিটির সম্পাদক বলেন" বিগত দিনে মানুষের যেমন ছিলাম ঠিক তেমনি আগামীদিনেও আমরা আপনাদের পাশে থাকব এবং আপনারও আমাদের পাশে থাকবেন এই আশা করি "।এছাড়া এদিন উপস্তিত ছিলেন দলের কর্মী অনুপ গিরি,স্থানীয় নাগরিক বিমলেন্দু গিরি ,কাশীনাথ বেরা,বিবেক মান্না প্রমুখ।
(ছবি - অসিত চক্রবর্তী)
(চাল২কেজি,আলু২কেজি,ডাল৫০০গ্রাম,সয়াবিন১০০গ্রাম,ও সাবান একটি) ।লোকাল কমিটির সম্পাদক বলেন" বিগত দিনে মানুষের যেমন ছিলাম ঠিক তেমনি আগামীদিনেও আমরা আপনাদের পাশে থাকব এবং আপনারও আমাদের পাশে থাকবেন এই আশা করি "।এছাড়া এদিন উপস্তিত ছিলেন দলের কর্মী অনুপ গিরি,স্থানীয় নাগরিক বিমলেন্দু গিরি ,কাশীনাথ বেরা,বিবেক মান্না প্রমুখ।
No comments:
Post a Comment