Breaking News

Translate

Tuesday, April 28, 2020

হলদিয়া SUCI(c) লোকাল কমিটির উদ্দোগে খাদ্য সামগ্রী বিতরণ।

নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ ২৮ শে এপ্রিল মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার সুটাহাতা থানার অন্তর্গত SUCI(c) হলদিয়া লোকাল কমিটির উদ্দোগে জামবেড়্যা-মনোহরপুর-বারাতলা গ্রামের ৪০ জন দুঃস্ত মানুষদের খাদ্যসামগ্রী বিলি করা হয়।
(ছবি - অসিত চক্রবর্তী)
(চাল২কেজি,আলু২কেজি,ডাল৫০০গ্রাম,সয়াবিন১০০গ্রাম,ও সাবান একটি) ।লোকাল কমিটির সম্পাদক বলেন" বিগত দিনে মানুষের যেমন ছিলাম ঠিক তেমনি আগামীদিনেও আমরা আপনাদের পাশে থাকব এবং আপনারও আমাদের পাশে থাকবেন এই আশা করি "।এছাড়া এদিন উপস্তিত ছিলেন দলের কর্মী অনুপ গিরি,স্থানীয় নাগরিক বিমলেন্দু গিরি ,কাশীনাথ বেরা,বিবেক মান্না প্রমুখ।


No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919