Breaking News

Translate

Thursday, March 5, 2020

দীঘা ফতেপুরে বাইক দুর্ঘটনায় আহত ২


(ছবি - সুভাষ মিশ্র)
নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ রাত ১০:৩০ নাগাদ শঙ্কর পুরের শৈবাল চন্দ্ (৪৩) বাইক চালিয়ে দীঘা আসার সময়  ফতেপুরের কাছে হঠাৎ এক পথচারী তার বাইকের সামনে চলে আসে।এর কারণে দুজনেই পড়ে যায়।জানা গেছে ওই পথচারীর নাম গৌরহরি দাস(৫৩) তার বাড়ি বিরামপুর। বাইক চালক ও পথচারী দুজনেই আহত হন দমকল কর্মীরা উদ্ধার করে দীঘা হাসপাতালে ভর্তি করেন। পরে রামনগর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বাইক টি আটক করেছে।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919