Breaking News

Translate

Monday, March 9, 2020

হোলির রঙের মেতে উঠেছে দীঘা সমুদ্র সৈকত।


(ছবি - সুভাষ মিশ্র)
নিউজ ফোর সাইড ডেস্ক :: আজ হোলি পূর্ণিমায় লক্ষ্য লক্ষ্য মানুষের ভিড় জমেছে দীঘা সমুদ্র সৈকতে।রঙের উৎসবে মেতে উঠেছে  স্থানীয় লোকজনের সাথে আগত পর্যটকরা।করোনা আতঙ্ক ভূলে ৮-৮০ সবাই মেতে হোলির আনন্দে দীঘার সমুদ্র সৈকতে। লক্ষ পর্যটকের ভিড়ে ঠাসা দীঘা ।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে নুলিয়া, সিভিক, DMG, সহ দীঘা পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে দীঘার সমুদ্র সৈকত।বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা।পর্যটকরা যাতে মদ্যপ অবস্থায় সমুদ্রের জলে না নামে তার জন্যে প্রসাশন ব্যবহার করছে আলকলাইজার।সব কিছু মিলিয়ে আনন্দের মধ্যে কাটছে হোলি উৎসব।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919