নিউজ ফোর সাইড ডেস্ক :: গত কাল সকালে হাওড়া জেলার বি গাডে'ন থানা এলাকা থেকে ৬৫ জনের একটি পর্যটক বোঝাই দলের সাথে দীঘায় পিকনিক করতে আসেন কামলি দেবী ৬৫ নামে এক বৃদ্ধা। নিউ দীঘার মেরিনা পিকনিক স্পটে পিকনিক চলার সময় হঠাৎ করে উধাও হয়ে যান ওই বৃদ্ধা। পিকনিক করতে আসা লোক জন বহু খোঁজার পর না পেয়ে দীঘা থানায় অভিযোগ করেন। পরিবারের লোকজন আজ দীঘায় এসে খোঁজ খবর শুরু করে এখনও পর্যন্ত কোন খবর না পেয়ে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
নিউজ ফোর সাইড ডেস্ক :: গত কাল সকালে হাওড়া জেলার বি গাডে'ন থানা এলাকা থেকে ৬৫ জনের একটি পর্যটক বোঝাই দলের সাথে দীঘায় পিকনিক করতে আসেন কামলি দেবী ৬৫ নামে এক বৃদ্ধা। নিউ দীঘার মেরিনা পিকনিক স্পটে পিকনিক চলার সময় হঠাৎ করে উধাও হয়ে যান ওই বৃদ্ধা। পিকনিক করতে আসা লোক জন বহু খোঁজার পর না পেয়ে দীঘা থানায় অভিযোগ করেন। পরিবারের লোকজন আজ দীঘায় এসে খোঁজ খবর শুরু করে এখনও পর্যন্ত কোন খবর না পেয়ে দিশেহারা হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
No comments:
Post a Comment