Breaking News

Translate

Friday, January 3, 2020

৩৪ বছরে পদার্পণ করলো এগরা মেলা, বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিতি সাংসদ দিলীপ ঘোষ।

নিউজ ফোর সাইড ডেস্ক :: এগরা মেলা উদ্বোধন করতে এসে সংসদ দিলীপ ঘোষ ভারতের পরম্পরার কথা তুলে ধরলেন।


একই মঞ্চে উপস্থিত মেলা কমিটির কর্মকর্তা সহ বিভিন্ন দলের নেতা তাই এমনটাই বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। বহু বছরের এই ঐতিহ্যবাহী মেলা এ বছর ৩৪ বছরে পদার্পণ করলো।শতাধিক স্টল,বিভিন্ন আলোক সজ্জা, সেই সঙ্গে প্রতিদিন অনুষ্ঠান মঞ্চে নানান স্বাদের অনুষ্ঠানে ভোরে থাকবে এই মেলা।শ্রী ঘোষ বলেন মেলা এক মিলন ক্ষেত্র।যেখানে বহু মানুষের সাথে বহু মানুষের মিলন ঘটে।গঙ্গা সাগর মেলা ও কুম্ভ মেলার ঐতিহ্যের কথাও এদিন তার বক্তব্যে তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা বিধান সভার বিধায়াক সমরেশ দাস,পুরপ্রধান সংকর বেরা,এছাড়াও নবকুমার ঘোড়াই,হরিপদ বেরা,পুলিন দাস,সুকুমার রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথি বৃন্দ।এমন বৃষ্টি ভেজা দিনে সমস্ত অতিথি ও দর্শকদের বিশেষ ভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মেলা কমিটির সম্পাদক মৃন্ময় মিশ্র।

No comments:

Post a Comment

আপনি রিপোর্টার

আপনাদের এলাকার যে কোন খবর পাঠান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে
9609 29 1919

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

9609291919